শরীফ মেহেদী হাসান,তারাগন্জ,রংপুরঃ
রংপুর জেলা তারাগঞ্জ উপজেলা।
আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রিঃ জুলাই গণঅভ্যূত্থান দিবস। এ দিবস উদযাপন উপলক্ষ্যে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার আবু সাইম জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ । সেখানে গত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যূত্থানে আত্মদানকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর;আসিফা আফরোজ আদরী,সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
তথ্যসূত্র
প্রেস রিলিজ
ইউনিট: জেলা পুলিশ, রংপুর।