খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর হিংগারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে রবিউল ইসলামের বসতবাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন।
এসময় বক্তব্য দেন রবিউল ইসলাম, শাহজাহান মিয়া, জুয়েল মিয়া, ডিউটি খাতুন ও শেফালী বেগম প্রমূখ।
রবিউল ইসলাম বলেন, গত ১৭ জুন গভীর রাতে আগুনে আমার ঘরবাড়ি, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
তিনি অভিযোগ করে আরো বলেন, একই গ্রামের আব্দুর রহিম মিয়া ও তার লোকজন জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ঘরবাড়িতে পেট্রোল ঢেলে এই আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গত ২০ জুন সাদুল্লাপুর থানায় আমি একটি মামলা দায়ের করেছি। কিন্তু ঘটনার দীর্ঘদিন পরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল না করে নানা তালবাহানা করছেন। মূলত বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে; মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর আমাকে ও আমার পরিবারের লোকজনকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে।
বক্তারা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।
সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, তদন্ত প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন,‘অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’