গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে বাসুদেববাড়ী জিউ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজনে উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবু তনয় কুমার দেবের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি প্রভাষক দীপক করের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহাম্মেদ, বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ থানর অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোয়েন্দা বিভাগের সাবেক অফিসার ইনচার্জ অশোক কুমার সিংহ, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন রাজু, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন বাবু, সাধারণ সম্পাদক আশিষ দাস রন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রিমন কুমার তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মানিক সাহা, বাবু গোপাল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।