খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত, ২ হ্যাকার, ২ চোর ও ২ ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানা গেছে, বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা পূর্বপাড়ায় সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির চেষ্টার খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নির্দেশে থানার এসআই অফিসার সেলিম রেজা ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আনিসুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৫৬), গোবিন্দগঞ্জ উপজেলা কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুল রহমান ওরফে ওয়াসিম শেখ (৩৫), একই ইউনিয়নের মহাবাপুর তুলশীপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে ডলা মিয়া (৩৮), উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলী ছেলে হেলাল মিয়াকে (৩৬) গ্রেফতার করে। এছাড়াও পৃথক পৃথক অভিযানে ২ হ্যাকার, ২ চোর ও ২ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়। তাৎক্ষনিক ভাবে বাকীদের নাম পাওয়া সম্ভব হয়নি।
থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।