খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৩২) নামে এক বিকাশ-নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ আগস্ট) উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে এ ঘটনাটি ঘটে।
রোববার (১৭ আগস্ট) সকালে ওই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নজরুল শীতল গ্রামের কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাকাই ইউনিয়নের ৯ ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি মুদি দোকানের ব্যবসা করে আসছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে নজরুল শীতল গ্রামের বাজারে মুদি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এবং এজেন্ট ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যেই দোকানে রাত কাটাতেন। শনিবার দোকান থেকে বাড়ীতে আসার পথে ওইগ্রামের মান্নান মন্ডলের জমি কাছে পৌছলে আগে থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলাকেটে হত্যা করে। রোববার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানা ঘটনাস্থল থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে।
নিহত নজরুলের পরিবারের ধারণ দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। এই হত্যাকান্ডের কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।