খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে মিলিত হয়।
সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যান্যরা।
মধ্যাহ্ন বিরতির পর সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে শোকপ্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, জেলা সম্মেলনের প্রতিনিধি ও উপজেলা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ছাদেকুল ইসলাম মাস্টারকে সভাপতি, সুপ্রিয়া দেবকে সাধারণ সম্পাদক ও গুলবদন সরকারকে সহকারি সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট গাইবান্ধা সদর কমিটি ঘোষণা করা হয়।