খবরবাড়ি ডেস্কঃ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা সদরের উপজেলা প্রশাসনের উদ্যোগে খোলাহাটি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের জুলাই শহীদ সুজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা কামাল, সহকারি (ভূমি) কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, খোলাহাটী ইউপি চেয়ারম্যান মো. মাসুম হক্কানী, ইউপি সদস্য মোস্তফা জামান মিন্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ সুজনের পরিবারকে একটি সেলাই মেশিন, কাপড় এবং বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও শহীদের স্মরণে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হয়।