খবরবাড়ি ডেস্কঃ সম্প্রতি সুন্দরগঞ্জ ও ঢাকায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা, মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ জেলা এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও কুশপুত্তুলিকা দাহ করা হয়। এসব ঘটনার প্রতিবাদ ও অপকর্মের হোতা মিজানুর রহমান মাসুম এবং রফিকুল ইসলাম রফিকের বহিস্কারের দাবীতে শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর উপজেলায় বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আব্দুস ছালাম মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ঋতু আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. সফিয়াজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আজিজুল ইসলাম উজ্জল মাস্টার প্রমূখ।
বক্তারা বলেন, জামায়াত ও ফ্যাসিস্ট-এর সাথে আতাতকারী মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিক, মাজাহারুল ইসলাম, মনোয়ার হোসেন, নাজমুল হাসান, সিন্টু, রাসেল, পাপেল রুনু, জম্মু ও মোস্তাকরা সম্প্রতি সুন্দরগঞ্জ ও ঢাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। মূলত তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য সুসংগঠিত জেলা বিএনপিকে নেতৃত্ব শুণ্য করতে এসব কাজ করছেন। বক্তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিএনপি থেকে এসব নেতার বহিস্কার দাবী জানান।