খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আটিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরামের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপির নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস ও হরিজন ঐক্য পরিষদের নেতা সোহাগ বাবু প্রমুখ।
আলোচকরা বলেন, গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার। ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি। জেলার মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার মানবাধিকার পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশিত করা হবে। সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।