খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ কর্মসূচী পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু।
এসময় তিনি স্থানীয় বাজার, দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং বিএনপির কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করেন।
আনিসুজ্জামান খান বাবু বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এসবই বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত। জনগণকে সাথে নিয়ে এ দফাগুলো বাস্তবায়ন করাই এখন আমাদের লক্ষ্য।”
তিনি আরো জানান, খোলাহাটি ইউনিয়নের মানুষ পরিবর্তন চায় এবং বিএনপির ঘোষিত রূপরেখায় সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা রয়েছে। জনসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।