খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার ভেরামারার আরসিসি সেতুর দু’পাশ ও কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কৃষ্ণচূড়ার গাছ রোপন করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এই কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়। গাছ রোপনের উদ্বোধন করেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি নাট্যজন আলমগীর কবির বাদল।
এসময় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপন, সাবেক স্বাস্থ্য সহকারী কর্মকর্তা সাজেদুল ইসলাম নান্টু, ব্যবসায়ী কাজী মাহমুদুর মোর্শেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক বাহার, আরিফুল ইসলাম বাবু, পল্লী চিকিৎসক আব্দুল লতিফ, মারুফ রেজা, স্বপন প্রামানিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য; এরআগেও সেতুর দু’পাশ ও মোল্লা বাজারে অনেকগুলো কৃষ্ণচুড়া এবং পলাশ ফুলের গাছ লাগানো হয়েছে।
এব্যাপারে শামীম প্রামানিক বাদল জানান, সেতুর দু’পাশে কৃষ্ণচুড়ার গাছগুলো লাগানোর কারণ হচ্ছে এগুলো বড় হলে দুর-দুরান্তর থেকে ঘুরতে আসা ও সড়কে চলাচলকারি লোকজন ছায়া পাবে। আমরা হয়তো একসময় থাকবো না, কিন্তু গাছগুলো থেকে যাবে। শুধু তাইনয়, গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তখন সবারই ভালো লাগবে। কোনো একটা ভালো কাজ করতে পারলে আমার খুব ভালো লাগে। এজন্য সকলের কথা চিন্তা করে এই গাছগুলো রোপন করার উদ্যোগ গ্রহণ করি।