খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র নারী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিপিবি কার্যালয়ে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিতা হাসানের সভাপতিত্বে ও নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজর রহমান মুকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন ও ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার। পরে মেহেরুন মুন্নীকে সম্পাদক ও শারমিন সাঈদকে সহকারি সম্পাদক নির্বাচন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে নারীরা সবসময় বৈষম্যের শিকার, তারা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়। গতবছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারীরা বেশি সহিংসতার শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে যা গণ-অভ্যুত্থানের আকাঙ্খার পরিপন্থী।
সেইসাথে তারা আরো বলেন, শুধু ব্যক্তির পরিবর্তন দিয়ে নারীর ক্ষমতায়ন বা নারীর বৈষম্য দূর হবে না; এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করতে হবে।