খবরবাড়ি ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখা একটি বিজয় র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পার্টির উপদেষ্টা মাও. মুফতি মনসুর রহমান খান, গাইবান্ধা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাও. মাহমুদুল হাসান ছাড়াও গাইবান্ধা ৫টি সংসদীয় আসনের প্রার্থীগণস বিভিন্ন শ্রেণীপেশার মানুষ র্যালীতে অংশ নেয়।