খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নীতিবান শিশু সুখী বাংলাদেশ’ শীর্ষক পাইলট প্রকল্প-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ‘নৈতিক দেয়াল’ ও ভালো কাজের খাতা বিতরণ’সহ এ প্রকল্পের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার ছাড়াও অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে; গাইবান্ধা জেলার সদর ও সুন্দরগঞ্জ উপজেলায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়।