খবরবাড়ি ডেস্কঃ ২৪ আগষ্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্যোগে ২৪ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপ্টন, সহকারি শিক্ষক শিরীন সুলতানা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ‘সম্ভাবনা’ প্রকল্পের জেলা প্রতিনিধি আলাউদ্দিন হোসেন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী ও আশরাফি আক্তার আাশা প্রমুখ।
আলোচকরা বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে শহীদী মৃত্যুবরণ করেন। হত্যাকারীদের ফাঁসি হয়। শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারণ করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবী জানান। সেই দাবী আজও অপুরিত।
আলোচকগণ অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানান। বর্তমান সময়ে শিক্ষাথীদের মধ্যে যে ধরনের সামাজিক-সাইবার আক্রমণ নেমে এসেছে। এখান থেকে মুক্তি পেতে হলে শিক্ষার্থীদের মাঝে সচেতনা ও প্রতিরোধ মানসিকতা গড়ে তুলতে হবে। পাঠ্যপুস্তকে বড় মানুষদের সংগ্রামী জীবনী অন্তর্ভুক্ত করতে হবে। যাতে শিক্ষাার্থীরা এর মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এছাড়া সকল নারী-শিশু খুন-ধর্ষনের বিচার এবং ঘরে-বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধসহ মাদক-জুয়া-পর্নোগ্রাফি, নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ ছাড়াও নারী-শিশু নির্যাতন-হত্যা ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। শেষে সংগীত পরিবেশন এর মাধ্যমে আলোচনা সভা কার্যক্রম শেষ হয়।