খবরবাড়ি ডেস্কঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অংশীজনরা অংশ নেন। আগামী ২৪ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অনন্য। বর্তমানে গাইবান্ধার বিভিন্ন পুকুর, খাল-বিল ও নদ-নদীতে মাছ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বক্তরা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এর মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।