খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক শোয়েব হক্কানীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।