খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় দারুল আমান ট্রাস্টের ওলামা মাশায়েখ সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা মাশায়েখ ও আন্তঃ ধর্ম বিভাগ গাইবান্ধা শহর শাখার আয়োজনে শনিবার (৩০ আগস্ট) সকালে দারুল আমান ট্রাস্টের অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন জেলা জামায়াতে ইসলামী আমীর গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল করিম। মাও. জোবায়ের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইসলামী ব্যক্তিত্ব মাও. আবুবকর সিদ্দিক, মাও. সাইদুর রহমান ও মাওলানা নুরুল আমিন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম ও শহর সেক্রেটারি আবু হাসান আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।