খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার কনকরায় কলেজ রোডে অবস্থিত আহলে হাদীস জামে মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মুসল্লী এবং এলাকাবাসীর অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মুসল্লীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মসজিদ ঘর ভেঙে দিয়েছে। একটি ইবাদতখানা ভেঙে দেওয়া মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মসজিদ পুননির্মাণের দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন, মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অশান্তি বরদাশত করা হবে না। ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা মুসলিম সমাজের ঈমানী দায়িত্ব।