খবরবাড়ি ডেস্কঃ সুরবানী সংসদের সাবেক সভাপতি আবু জাফর সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দো’আ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে এ দো’আ মাহফিল আলোচনা অনুষ্ঠিত হয়।
আবু জাফর সাবুর আত্মার শান্তি কামনায় দো’আ পরিচালনা করেন কাচারী বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. আব্দুর রাকিব।
পরে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোচনায় অংশ নেয় আবু জাফর সাবুর সহধর্মিনী সুফিয়া খাতুন শেফা, গাইবান্ধা প্রেস কাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা প্রেস কাবের সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড কাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, সাংবাদিক সুজন প্রসাদ, সাইফুল ইসলাম মিলন, আবু কায়সার শিপলু, সুরবানী সংসদের সহ-সভাপতি তাজুল ইসলাম সাকা, সদস্য কামরুজ্জামান চাঁন, তোফাজ্জল হোসেন, মমিন হক্কানী, জাহিদ হাসান সবুজ, আব্দুর রশিদ, হযরত আলী, মাছুম মিয়া, রোজিনা নাহিদ ফারজানা শিমুল ও জুয়েল রানা প্রমুখ।
বক্তারা বলেন, আবু জাফর সাবু গাইবান্ধার সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষের ছাঁয়া হয়ে ছিলেন। গাইবান্ধার বিভিন্ন েেত্র তাঁর অবদান চিরস্মরণীয়। অনুকরণীয় এই মানুষটি তাঁর কাজের মধ্য দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর সাংগঠনিক নেতৃত্বগুণ আগামী প্রজন্মের অনুপ্রেরণা।
উল্লেখ্য; আবু জাফর সাবু দীর্ঘদিন গাইবান্ধা প্রেস কাবের সাধারণ সম্পাদক ও সুরবানী সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।