খবরবাড়ি ডেস্কঃ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরমশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনান কংগ্রেস।
উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রোগ্রাম রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় ও গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সৈয়দা সিফাত জানান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মাহাবুব রহমান বসুনিয়সহ অন্যান্যরা। প্রোগ্রাম পরিচালনা করেন সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার আনম শিবলী সাদিক।