জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধাঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মাসব্যাপি সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলো সামাজিক সংগঠন রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-আরসিবি।
বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১০টায় সামাজিক সংগঠন আরসিবির উদ্যোগে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ আর.ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির।
এসময় বক্তব্য রাখেন আরসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও বৃহত্তর রংপুর ছাত্র ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মো. শহীদুর রহমান, ইউপি সদস্য এবং সহকারি শিক্ষক মো. আবু রায়হান।
আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, আরসিবি উপদেষ্টা সাংবাদিক সুদীপ্ত শামীম, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক শাহীন আলম, পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম ও সদস্য ইয়াসিন আলী প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। বৃক্ষরোপণ অনুষ্ঠানে সহযোগিতা করে স্কাউটস সদস্যরা।
সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, সামাজিক সংগঠন আরসিবির এই ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শুধু বৃক্ষরোপণ নয় পরিচর্যাই মূল বিষয়। সবাইকে এই ধরনের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিকভাবে বেলকা ইউনিয়নের ৩০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মাসব্যাপী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করা হবে।