খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহাম্মদ আলী ওরফে রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেল্লাবাড়ী গ্রামে সরাই নদীর পাড়ে সুইচগেট সংলগ্ন একটি আম গাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রহমত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন দুপুরের দিকে এক পথচারী সরাই নদীর পাড়ে আম গাছের সাথে রহমত আলীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত মরদেহ গাছ থেকে নামিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
Leave a Reply
You must be logged in to post a comment.