খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ৫ নার্সারীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার ইউকিপ্টাস গাছের চারা ধ্বংস করলেন উপজেলা প্রশসন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ নার্সারীতে বিক্রির উপযুক্ত পরিবেশ বিনষ্টকারী ইউকিপটার্স গাছের প্রায় ৬০ হাজার চারা ধ্বংস করেন
উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আল মোজাহিদ, উপজেলা কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, কৃষি সম্প্রসারণ অফিসার এনামুল কবির তুহিন, শাহ আলম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর রউফ রহুল আমিন, উপসহকারি কৃষি কর্মকর্তা আবু তাহের সরকার ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ৫টি নার্সারীর প্রায় ৬০ হাজার ইউকিপটার্স চারা উপড়ে ও কেটে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘ইউকিপটার্স গাছ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ গাছ মাটির আর্দ্রতা শুষে নিয়ে পানির স্তর কমিয়ে দেয়। ফলে কৃষি ও পরিবেশের বিপর্যয়ের ঝুঁকি বাড়ে। তাই এমন চারা বিক্রি ও রোপণ রোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।’