খবরবাড়ি ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপতি রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফার লিফলেট গাইবান্ধার সাদুল্লাপুর বিতরণ করা হয়েছে। একই সাথে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাদুল্লাপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. ফরহাদ হোসেন নিয়ন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জাসাস আহবায়ক বজলুল করিম রপু। প্রধান বক্তা ছিলেন জাসাস জেলা সদস্য সচিব খান মো. কাওছার ওয়াহিদ সুজন।
জাসাস সাদুল্লাপুর উপজেলা সভাপতি মাছুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম পান্নার সঞ্চালনা আরো বক্তব্য দেন জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, জাসাস উপজেলা সহ-সভাপতি ইকলাসুর রহমান, পলাশবাড়ী উপজেলা সদস্য সচিব নাজমুল সরকার হানিফ, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব এরশাদুল ইসলাম এরশাদসহ আব্দুর রহিম সরকার, লাভলু ব্যাপারী, বাবলু মিয়া ও জোবায়দুল ইসলাম প্রমুখ।