খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় নানা দিক নিয়ে আলোকপাত করা হয়।
সভায় সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য ছাড়াও উপজেলা অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।