খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাইমদসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে।
সোমবার (৭ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রেতা সুনীল বাবু (১৮) চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্রকে (৩১) আটক করা হয়।
সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্বপার্শ্বের অভিযান পরিচালনা করি। এসময় মাদক বিক্রির সাথে জড়িতদের হাতে-নাতে আটক করা হয়। সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়।
তিনি বলেন, এ অভিযান চলমান থাকবে। ২৪০ লিটার দেশী চোলাই মদসহ ৩ জনকে সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হয়েছে।