খবরবাড়ি ডেস্কঃ হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার জাতীয় পার্টির উদ্যোগে সোমবার (১৪ জুলাই) ঘুড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বরণসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলার জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সহ-সভাপতি হাসান কবির তোতা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক একেএম নুরুন্নবী সরকার মিঠুল, উপজেলা জাপার সদস্য সচিব মমিতুল হক নয়ন, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম সূর্য, উপজেলা যুব সংহতির সভাপতি তমাল হোসাইন মন্ডল, সাধারণ সম্পাদক এসএম একরাম হোসেন, প্রচার সম্পাদক ফয়জার রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান তারা মির্জা প্রমূখ। সভাপতি তার বক্তব্যে বলেন, পল্লী বন্ধু এরশাদ না থাকলেও সাধারণ মানুষ তার আদর্শকে ভুলে যায় নাই। জাতীয় পার্টি নিরিহ জনগণের কল্যাণে আগামীতে কাজ করে যাবে ইনশাআল্লাহ।