খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিশু উন্নয়ন কর্মসূচীর শিশুদের জন্য প্রকল্পের উদ্দেগ্যে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেভ দ্যা চিলডেনের অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার (১৭ জুলাই) এসকেএস রিসোর্স সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অডিনেটর মো. জামাল উদ্দিন, এসআই মোহায়মেনুল, প্রজেক্ট অফিসার আব্দুল মতিন, প্রজেক্ট অফিসার একেএম আলিমুল রাসু, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার কামরুল হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর লাকী খানম, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, মাহবুবর রহমান, কাজী মফিজুল হক ও কাজী আব্দুর রাজ্জাক প্রমূখ। বক্তরা বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনা বক্তব্য উপস্থাপন করেন।