খবরবাড়ি ডেস্কঃ সরকারি-বেসরকারি সংগঠনের যৌথ প্রচেষ্টা ও পদক্ষেপের কারণে দেশে এগিয়ে যাচ্ছে। বেসরকারি সংস্থাসমূহ দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে বাস্তব ও কর্মমূখী পদক্ষেপ গ্রহণ করায় অতিদরিদ্র পরিবারগুলো দরিদ্রতার বৃত্ত থেকে বের হয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা বেড়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে গাইবান্ধার স্থানীয় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর উদ্যোগে প্রশিক্ষণ পরবর্তী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পরিবারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা থাকতে হয়। কেননা একটি পরিবারে সঠিক পরিকল্পনা থাকলে এবং সেই আলোকে কাজ ও পরিশ্রম করলে পরিবারটি অবশ্যই উন্নয়ন করবে।
গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) নশরৎপুরস্থ প্রধান কার্যালয়ে ২৫ জন সদস্যের মাঝে সেলাই মেশিন ও সনদ প্রদান করা হয়। এসময় সংস্থাটির সমন্বয়কারী আফতাব হোসেন, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, জয়া প্রসাদ, দিপালী রাণী বর্মন, অভিজিৎ রায় পার্থ, কিশোর কুমার সরকার ও রতন কুমার সেহানবীশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ.ডব্লিউও ইন্টারন্যাশনাল ও বিএমজেড-এর সহযোগিতায় প্রসপারেটি প্রকল্পটি গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।