এম এ শাহীন,রংপুরঃ
গংগাচড়া উপজেলার আলদাদপুর হিন্দুপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে হামলায় ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি গঙ্গাচড়া থানায় মামলাটি দায়ের করেন। নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা হয়নি।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন ভুক্তভোগী মামলা করেছেন এবং মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে আলদাদপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পরদিন (রোববার) বিকেল সাড়ে তিনটার দিকে উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এতে পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হন।
গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।