গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পাটির নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত সোমবার, (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দেন। এদিকে; ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মহাসচিব হিসেবে নিযুক্ত হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সকলস্তরের মানুষজন তাকে অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে উত্তরাঞ্চলসহ সারা বাংলাদেশের জাতীয় পাটি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল বলেন, দেশের এই কান্তিলগ্নে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিযুক্ত করে জাতীয় পাটি একটি ভাল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অভিনন্দন জানান এবং সুন্দরগঞ্জ উপজেলাবাসির পক্ষ হতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ব্যারিস্টার শামীম সুন্দরগঞ্জ বাসীর জন্য একটি গর্ব।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মো. মোস্তাফিজার রহমান বলেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন সাহসী সৈনিক এবং নেতা। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে তিনিই উপযুক্ত। তাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে পার্টির চেয়ারম্যান নিযুক্ত করেছেন।
নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সকলকে সাথে নিয়ে জাতীয় পাটিকে নতুন রূপে জানানো হবে ইনশাআল্লাহ।