খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, বর্তমান সরকারকে অবিলম্বে আসন্ন নির্বাচনের জন্য এমন ফিল্ড তৈরি করা জরুরি যেখানে সমস্ত দল তাদের নিজস্ব দলীয় ভিত্তিতে যাবতীয় কার্যক্রম চালাতে পারেন। বর্তমান সরকার এমন ধরনের কিছু সংস্কার করবেন যাতে দেশের জনগণ বুঝতে পারেন।
তিনি মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে ষাম্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সেক্রেটারী মাও. জহুরুল হক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর মাও. আব্দুল হাকিম ও সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল আরো বলেন, আগামী দিনে এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সকল ইসলামীদলের সমন্বয়ে একটি জোটের মাধ্যমে নির্বাচনের চেষ্টা চলছে। কেননা ইসলাম ছাড়া এ দেশে মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয়। ইসলাম ছাড়া সমাজ ও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ইসলামই কেবল মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পারে। সে জন্য আগামী নির্বাচনে সকল রোকন ভাই-বোনদেরকে তাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা বহু ত্যাগ তিথিক্ষার মাধ্যমে জুলুমবাজ স্বৈরাচারী হাসিনা সরকারকে হটিয়েছি। বর্তমানে দেশে যে পরিবেশ বিরাজ করছে। দেশের জনগণ আগামীতে ইসলামী সরকার গঠন হোক সেটা তারা চাচ্ছে। সে জন্যই মানুষের আকাঙ্কাকে প্রতিফলনে আগামী দিনে গাইবান্ধার পাঁচটি আসনেই ইসলামপন্থী তথা জামাযাতের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য এখন থেকে ময়দানে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাও. আব্দুল হাকিম বলেন, আল্লাহ পাক কুরআনে কারীমে যে কথা বলেছেন যে, তিনি মোমেনদের জানমাল বেহেস্তের বিনিময়ে খরিদ করিয়ে নিয়েছেন। সে কারণে রোকন ভাই-বোনদেরকে তাদের জীবনের বিনিময় হলেও সবকিছুর উপরে আগামী নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য বড় ধরনের ত্যাগ স্বীকারের প্রস্তত থাকতে হবে।
বিশেষ অতিথির অক্তব্যে ডা. আব্দুর রহিম সরকার বলেন, আগামীতে রুকনদেরকে শপথের আলোকে ইসলাম কায়েমের ব্যাপারে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমীর আব্দুল করিম সরকার বলেন, বর্তমানে আমাদের যে পরিবেশ আল্লাহপাক করে দিয়েছেন তার শুকুরানা হিসেবে সর্বত্রই জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং গ্রাম-গঞ্জে সকলের কাছে ইসলাম প্রতিষ্ঠিত করার ব্যাপারে জনমত গঠন করতে হবে।
উল্লেখ্য; মঙ্গলবার সম্মেলনে দুইধাপে জেলার সমস্ত রুকনগণ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।