খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক প্রভাষক নুরে আলম সিদ্দিককে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের নিজ বাসভবন থেকে নুরে আলম সিদ্দিককে গ্রেফতার করে।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।