খবরবাড়ি ডেস্কঃ এসকেএস ফাউন্ডেশন ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ সহযোগিতায় ‘এশিয়া কমিউনিটি ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ট্রান্সফর্মেশন (এসিটি)’ প্রকল্পের আওতায় বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতির মহড়া-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাকিম, উপজেলা সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন, এসকেএস ফাউন্ডেশনের ফিল্ড অপারেশন মাইক্রো ফাইন্যান্স প্রজেক্টের কো-অর্ডিনেটর বাহারাম খান, ডেপুটি ডাইরেক্টর ফিল্ড অপারেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাহিদ সারোয়ার, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ এবং এসিটি প্রকল্পের প্রজেক্ট অফিসার রেজওয়ানুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ। তবে প্রযুক্তিনির্ভর পূর্বাভাস এবং কমিউনিটি পর্যায়ে আগাম প্রস্তুতি গড়ে তুললে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।’
মহড়ায় বন্যার সম্ভাব্য পরিস্থিতি, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও পানির জোগানসহ বাস্তবভিত্তিক অনুশীলন প্রদর্শন করা হয়। মহড়ার উদ্দেশ্য ছিল দুর্যোগে কমিউনিটির সমতা বাড়ানো এবং একটি সচেতন, প্রস্তুত জনগোষ্ঠী গড়ে তোলা।
উপস্থিতরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।