সাকিব আহসান,পীরগঞ্জ ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করেন ভারতের পুরানগঞ্জ বিএসএফ( বর্ডার সিক্যুরিটি ফোর্স) ক্যাম্পের সদস্যরা।
সীমান্তের প্রেক্ষাপটে, “পুশ-ইন” বলতে বোঝায়,ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধে এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পেরিয়ে জোর করে ফিরিয়ে দেওয়ার অনুশীলনকে। এটি তখন ঘটতে পারে যখন ব্যক্তিদের অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করেছে বলে মনে করা হয় বা যখন তাদের জাতীয়তা নিয়ে বিতর্ক তৈরি হয়।
পুশ-ইনকৃতদের সীমান্তে আটক করে বৈরচুনা বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও তার মেয়ে কোহিনুর বেগম (৩০) এবং একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩২), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০), মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয় ৪ জুলাই। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সমকালকে জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.