খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (২২জুলাই) গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সরকার শাহীন স্বাক্ষরিত একপত্রে মেজবাহ আহম্মেদ প্রান্তকে সভাপতি ও রায়হান সরকারকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। সেইসাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গা কমিটির গঠনের নির্দেশ প্রদান করেন গাইবান্ধা জেলা ছাত্রদল।
এদিকে; পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনার পর থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য; মেজবাহ আহম্মেদ প্রান্ত পলাশবাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাজেদুল ইসলাম মুকুল-এর ছেলে ও রায়হান পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতি রাজু আহম্মেদ-এর ছোট ভাই।