খবরবাড়ি ডেস্কঃ জুলাই শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) সকালে পলাশবাড়ী সরকারি কলেজে মাঠে বৃক্ষরোপনসহ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে। এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম।
এসময় গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, পৌর ছাত্রদলের আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব
আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব মাজিদুল সরকার মাজেদ, হোসেনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজুল ইসলাম মিজুল, ছাত্রদল নেতা মারুফ, রায়হান, প্রান্ত, মারুফ, মোবাশ্বের, আকাশ, রিফাত, সাহাবিল ছাড়াও কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.