খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দৈনিক প্রথম খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামের অসুস্থ পিতা মকবুল হোসেনের সুস্থতায় দো’আ কামনা করা হয়েছে। বার্ধক্যে উপনীত সাংবাদিক পিতা মকবুল হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগে আসছেন।
পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের নিজ বাড়িতেই চিকিৎসাসেবা চলছিল। স্বাভাবিকের চেয়ে সম্প্রতি সময় তাঁর স্বাস্থ্যগত চরস অবনতি ঘটে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সত্বেও সুস্থতা ফিরছিল না।
পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (৩০ জুন) দুপুরে চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক পরিবারের বয়োবৃদ্ধ সদস্যের দ্রুত সুস্থ্যতায় তাঁর পরিবার সাংবাদিক ছাড়াও সমাজের সর্বস্তরের সবার নিকট আন্তরিক দো’আ কামনা করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.