খবরবাড়ি ডেস্কঃ ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব
উপলক্ষে শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা, গান রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের দাতা সদস্য মো. সুরুজ হক লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা গুলেনুর। বিদ্যালয় প্রধান শিক সাহেদার রহমান সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক সুমন সাহা, পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিহাব উদ্দিন খন্দকার, খইয়ম খান ও মোছা. ফরিদা খাতুন প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক- বৃন্দ উপস্থিত ছিলেন।