খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা করেছে।
জুলাই শহীদদের স্মরণে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের বিআরডিবি অফিসের সামনে পুকুর পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষেরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী আতিকুর রহমান ছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।