খবরবাড়ি ডেস্কঃ অতীতের ধারাবাহিকতায় এবছরও চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এবছর মোট ৪২ জন শিক্ষার্থী এসএসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ভোকেশনাল শাখা থেকে ১০ জন এবং জেনারেল শাখা থেকে ৩২ জন। এবছর জিপিএ-৫ পেয়েছে ২১ জন শিক্ষার্থী। ৪২ জন শিক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে। পাসের হার শতভাগ।
প্রতিষ্ঠানের পরিচালক মতিয়ার রহমান জানান, পরিপূর্ণ ক্যাম্পাস, শ্রম, নিয়মিত পাঠদানসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানের দু’জন শিক্ষার্থীকে নিয়ে কিছুটা সংশয় ছিল। আলহামদুলিল্লাহ তারাসহ সকলেই কৃতকার্য হয়েছে। এ সাফল্যের ধারবাহিকতার জন্য প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।