খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এসএসসি পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জন করেছে। বিগত ২০০৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অত্রালাকায় সুনামের সহিত পাঠ দিয়ে আসছেন।
এ প্রতিষ্ঠান হতে ১০২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জনসহ সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অত্র প্রতিষ্ঠানটির পরিচালক রুহুল আমিন মন্ডল বলেন, প্রতিষ্ঠানটি শুরু’র থেকেই আমরা আশানুরূপ ফলাফল দিতে পেরেছি শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানটিতে ৮৫ জন স্টাফ রয়েছে। বিদ্যালয়ের সকলেই মনোযোগ এবং আন্তরিক ভাবে শিক্ষার্থীদের পাঠদান দেয়া হয়। কাসের পড়া কাসেই বুঝে নেয়ার পাশাপাশি দূর্বল শিক্ষার্থীদের জন্য সন্ধ্যার পর বিদ্যালয়ে বিশেষ কোচিং-এর ব্যবস্থা রয়েছে। এ কারণে অত্রালাকার অভিভাবকদ্বয় এই প্রতিষ্ঠানটির প্রতি নির্ভরশীল হয়ে তাদের সন্তানদের ভর্তি করায়।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান ভালোসহ একজন মানবিক মানুষ হিসেবে দেশ ও দশের কন্যাণে গড়ে তুলতে আমরা পাঠদান দিয়ে যাচ্ছি। আগামী বছর এর চেয়ে আরো ভালো ফলাফল উপহার দিতে পারবো-ইনশাআল্লাহ। সেই সাথে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন।