মন্জুর কাদির মুকুল, পলাশবাড়ীঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি বাজার রোডের সর্বপরিচিত প্রবীণ ড্রাইভার সুখেন সাহা (৭১) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
পারিবারিক ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সোমবার (৭ জুলাই) রাতে সুখেন সাহা ড্রাইভার তাঁর নিজস্ব সিএনজিতে গ্যাস উত্তোলনের জন্য পলাশবাড়ীর অদূরে বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি পাম্পে যাচ্ছিল। এসময় রাত সাড়ে ৯ টার দিকে জলঢাকা থেকে একইমুখী ঢাকা যাবার পথে পরান পরিবহনের একটি কোচ পিছন থেকে চলন্ত সিএনজিটিকে সজোরে চাপা দেয়। এতে মূহুর্তেই সিএনজিটি কোচের সম্মুখভাগে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক সুখেন ড্রাইভারের মাথাসহ গোটা শরীর ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুখেন ড্রাইভার গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত শ্রমিক প্রিয় নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতী-নাতনি, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় স্থানীয় রাঙামাটি সার্বজনীন মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ঘাতক কোচটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।
সদাহাস্য, সহজ-সরল সাদামাটা স্বভাবের সুখেন ড্রাইভারের এমন আকস্মিক মৃত্যুতে মোটর শ্রমিক, মোটর মালিক, সহকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষজন ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠন পৃথক বিবৃতিতে প্রয়াত প্রিয় ব্যক্তিত্বের স্বর্গবাসসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।