আরিফ উদ্দিনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্য সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, চাঁদাবাজি-সন্ত্রাস, নৈরাজ্য প্রকাশো দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা এবং সোশ্যাল মিডিয়ায় বিএনবি এবং শীর্ষ নেতাদের সম্বন্ধে অশালীন বে-সামাল মন্তব্যে চরিত্র হননের চেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌমাথা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক শহিদুল ইসলাম রাজা, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকারসহ অন্যান্যরা।
বিক্ষোভ মিছিলে মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে। বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।