খবরবাড়ি ডেস্কঃ ভাংরি ব্যবসায়ী পুরান ঢাকার লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দন দাস, জেলা সদস্য কামরুল হাসান বসুনিয়া, গাইবান্ধা সরকারি কলেজের আহবায়ক কলিরাণী দাস, সদস্য জয়নুল ইসলাম ও মোখলেছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে সোহাগকে দুর্বৃত্তরা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।