খবরবাড়ি ডেস্কঃ ডেমক্রেসিওয়াচ-এর ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরষনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং)’ প্রকল্পের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠিত হয়।
প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দুতাবাসের আর্থিক সহযোগিতায় সোমবার (১৪ জুলাই) দুপুরে স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার সভাকক্ষে নাগরিক প্লাটকম গঠন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি করেন পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটন। এতে বক্তব্য রাখেন এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাবিনা খাতুন, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জান্নাত আরা শিরিন, শাহীনুর বেগম, ব্যবসায়ী আতিকুর রহমান, আতিক, লাবনী আক্তার, সাইদুর রহমান ও নিখিল চন্দ্র শীল প্রমুখ। এসময় প্রকল্পের কর্মীগন, উপজেলা প্রগতিশীল ব্যক্তিবর্গ, নারী নেটওয়ার্কের সদস্য ছাড়াও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। শুরুতেই প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের কো-অডিনেটর এসএম রাব্বী।
স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের (বিশেষ করে যুব, নারী ও প্রন্তিক সম্প্রদায়ের সদস্যদের) প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষে সমাজের সকলস্তরের নাগরিকদের কাছে পৌঁছানো এবং সংগঠিত করা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সমূহ জানানো হয়।
নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা।
উল্লেখ্য; গাইবান্ধার জেলায় সহযোগী সংস্থা হিসেবে ছিন্নমূল মহিলা সমিতি এবং ডেমক্রেসিওয়াচ-এর সাথে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছেন।