খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা শাখার জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদে অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় পবনাপুর ইউনিয়নের ফকিরহাটে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম রিনকু’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি লুৎফর রহমান, যুবদল সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ (সোহাগ), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান খন্দকার, ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক শফিকুল ইসলাম (সোহেল), ইউনিয়নয় তাঁতীদলের সদস্য সচিব জিল্লুর রহমান, ইউনিয়নয় কৃষকদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মিজানসহ ফারুক, রাজেকুল,সুরুজ্জামান, মজনু ও শাকিল প্রমুখ। বিএনপির ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জিয়াউর রহমান সমাজ কল্যাণ (জিসপ) পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ এসএম জহুরুল ইসলামকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করার অঙ্গীকারের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দিধাদন্দ ভূলে গিয়ে এক কাতারের সামিল হয়ে ধানের শীষ মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.