খবরবাড়ি ডেস্কঃ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার (১৪ জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জিয়া পরিষদ জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আ.স.ম. আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাথেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা জিয়া পরিষদ আহবায়ক খন্দকার শফিউল ইসলাম রিপু ও সদস্য সচিব মুকুল মাসুদসহ অন্যান্যরা প্রমূখ।