খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকতা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এসময় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আলহাজ্ব ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌরসভার প্রকৌশলী এসএম শফিকুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সত্য চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী সহকারি প্রকৌশলী হরিপদ রায়, গোবিন্দগঞ্জ পৌরসভার সার্ভিস এ্যাসোসিয়েশনেরস সভাপতি মামুন মিয়া, পৌরসভার সার্ভেয়ার আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ছাইদুর রহমান, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর যুব জামায়াত নেতা রিপন আকন্দসহ বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৫ -২০২৬ অর্থবছরের (উন্নয়ন ও রাজস্ব) ৪১ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়।